নগরীর এনায়েত বাজার বাটালি রোডে গতকাল সকাল ১১টায় রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ৬তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
পরবর্তীতে মেয়র ও শিক্ষা উপমন্ত্রী চসিকের জায়গায় ২০ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মাণাধীন আরো ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিষ্ঠান সমূহ হলো যথাক্রমে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাথরঘাটা মেনকা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চরচাকতাই সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, লামাবাজার এ এ এস সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, বলুয়ার দিঘী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় সারাদেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন সম্ভব হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও শিক্ষার মান উন্নয়ন হয়েছে। মাঝে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে নির্মাণ কাজে কিছুটা ধীরগতি এসেছিল কিন্তু এখন তা সমন্বয় করে নেয়া হয়েছে। দ্রুত সময়ের ভিতরে সব ভবন নির্মাণ কাজ শেষ হবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ১লা জানুয়ারি যাতে সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই পোঁছে দেওয়া যায় সেই লক্ষে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।
উপমন্ত্রী আরো বলেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে আজ প্রত্যন্ত অঞ্চলেও মানুষ শিক্ষা গ্রহণ করার সুযোগ এবং সুফল পাচ্ছে। তিনি এমন একজন ব্যক্তি যিনি সকল শ্রেণীর পেশার মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
বিভিন্ন স্থানে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, নগর আওয়ামী লীগের সদস্য পেয়ার মোহাম্মদ, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, মেয়রের একান্ত সচিব আবুল হাসেম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার সরকার, কাউন্সিলর নুরুল আলম মিয়া, রুমকি সেনগুপ্ত, কাউন্সিলর শাহীন আক্তার রোজী, আবু তৈয়ব সিদ্দীকী, রিটু দাশ বাবলু, শিবু প্রসাদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি