নিজস্ব প্রতিনিধি, মিরসরাই »
মিরসরাইয়ের খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী শিক্ষার্থী আরমান হোসেন রুবেল হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ওই বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেয়।
সহকারী শিক্ষক প্রবাল ভৌমিকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশ, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান রাবিব, ১০ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ইসলাম পায়েল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আরমান হোসেন রুবেল ছিলো শান্তশিষ্ট। তার এভাবে চলে যাওয়া মেনে নেয়া যায় না। যারা এই নৃশংস হত্যাকা-ের সাথে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।