সংবাদদাতা, আনোয়ারা »
আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের রঙের তুলিতে রাঙছে দেয়াল। দেয়ালে আঁকা তাদের বিভিন্ন স্লোগান, শিল্প আর আবেগের এই মেলবন্ধনে শিশু থেকে বৃদ্ধ সবার নজর কাড়ছে। প্রতিটি ক্যালিওগ্রাফি আর গ্রাফিতির এই মায়াজালে যেন একটা গল্প লুকিয়ে আছে। কাঠফাটা রোদে এক হাতে রঙয়ের কৌটা, অন্যহাতে তুলি। মাথা বেয়ে চুয়ে পড়ছে ঘাম। তবুও চোখে-মুখে উচ্ছ্বাস শিক্ষার্থীদের।
বৃহস্পতিবার উপজেলার সদরে দেখা যায়, আগেভাগে শহীদ মিনারের ঝোপঝাড় পরিষ্কার করে শহীদ মিনারের দেওয়ালে বিভিন্ন দেশাত্মবোধক গানের কলি ও বিদ্রোহী কবির কবিতার অংশ তুলে ধরেছেন শিক্ষার্থীরা। এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।
দেখা যায় আনোয়ারা থানার যে সীমানা প্রাচীরটি ময়লা আবর্জনায় ঢাকা ছিলো সে প্রাচীরটি পরিষ্কার করে দেয়ালে গ্রাফিতি আঁকছেন আনোয়ারা স্টুডেন্টস অ্যাসোসিে য়েশনের উদ্যোগে বিভিন্ন পাবলিক, প্রাইভেট এবং ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
আতিক নামের এক শিক্ষার্থী জানান, ‘এই দেওয়ালগুলো এতদিন অয়েত্ন-অবহেলায় ছিলো। আমরা আজ ক্যালিওগ্রাফিতি করে পুরো দেওয়ালগুলো সাজিয়েছি। পথচারীরা অনেক প্রশংসা করছেন। এখন দেখতেও অনেক সুন্দর লাগছে। এই কার্যক্রমে অংশ নিতে পেরেছি এজন্য আমি গর্বিত।’
ক্যালিওগ্রাফিতি অংশ নেওয়া সাবরিনা নামের আরেক শিক্ষার্থী জানান, বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সেই সঙ্গে দেয়ালগুলোতে বিভিন্ন চিত্র, উক্তি, ছবি আঁকা হচ্ছে। নিজেদের উদ্যোগে আমরা এসব কাজ করছি। এগুলো দেখে স্থানীয় এবং পথচারীদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছেন বলে জানান শিক্ষার্থীরা।
আনোয়ারা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মিসবাহ্ জানান, ‘শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সচেতনতায় লিফল্যাট বিতরণ, ক্যালিওগ্রাফি অঙ্কনসহ নানান কর্মসূচি বাস্তবায়ন করছি। স্থানীয়রা জানান এসব কর্মসূচি বাস্তবায়নের ফলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে।
এদিন অঙ্কনে তারেক নিজাম, মিছবাহ, মেহেদী,আতিক, হেলাল, হানিফ, রবিউল, আবদুর রহমান, আহাদ, ইমরান, জাহেদ, মায়মুনা রাবেয়া, ওয়াসী, রেখা, রিপা, সাবরিনা, সুমাইয়া, সানজিদা, নিশাত, এনিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।