নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে রাঙামাটি জেলা শিক্ষা অফিসারের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২২ অক্টোবর দুপুরে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা এর সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমা এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সদস্য ও শিক্ষা উপ কমিটির আহবায়ক অঞ্জুলিকা খীসা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার।
প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসএসসি ফলাফলে পাশের হার বৃদ্ধিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাকদের সচেতন ও পরিকল্পনা করতে হবে। দূরবর্তী বিদ্যালয়ের মোবাইল নেটওয়ার্ক সমস্যা, যোগাযোগ সমস্যা সত্ত্বেও শিক্ষক সংকট দূরীকরণ, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাহাড়ি ভাতা চালু করা, পর্যাপ্ত জনবল নিয়োগ, শিক্ষকদের প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ঘটাতে হবে।
সনাকের পক্ষ থেকে বক্তারা রাঙামাটিতে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এবং ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) সদস্যদের কমিউনিটি অ্যাকশন সভা ও কমিউনিট মনিটরিং এর মাধ্যমে প্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেন। নিয়মিত অভিভাবক সমাবেশ করা, বিদ্যালয়ের বাউন্ডারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ক্লাস রুটিন অনুসারে পাঠদান করানো, এসেম্বলিতে অনুপ্রেরণামূলক সেশন (সুশাসন, দুর্নীতি না করা, মাদকদ্রব্য সেবন না করা ইত্যাদি) পরিচালনা করা, ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় চলাকালীন মোবাইল ব্যবহার না করা, ছাত্র ছাত্রীদের জন্য আলাদা ওয়াশব্লক তৈরি করা ইত্যাদি বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। জেলা শিক্ষা অফিসার এ বিষয়ে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করবেন বলে আশ^স্ত করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, সনাক দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করে তোলার চেষ্টা করে। প্যাকটা প্রকল্প তেমনি একটি প্রকল্প যা দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে কাজ করছে। এ প্রকল্পের আওতায় আমরা অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে কাজ করছি। প্যাকটা প্রকল্পের অধীনে কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং দুর্নীতি কমবে বলে আমরা আশা করি। সভায় আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী, এসিজি বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠ এর এসিজি সমন্বয়কারী প্রিভেল চাকমা, শহীদ আব্দুল আলী একাডেমি এসিজি সমন্বয়কারী মাসুদ রানা রুবেল, সনাক সদস্য গৈরিকা চাকমা ও সীমা দেওয়ান বক্তব্য প্রদান করেন।