সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে ৪১৩ জন হজ যাত্রীকে নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ¦ ফ্লাইট অবতরণ করেছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর আগত হাজীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান।
এ সময় সিএএবি এর কর্মকর্তাসহ বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজারসহ অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বমোট ৫১৮৮জন পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।