শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার

সুপ্রভাত ডেস্ক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৯টা-৩০ মিনিটে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের (ফ্লাইট ইঝ ৩৪৪) তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিন যাত্রী হলেন :, চট্টগ্রামের হাটহাজারীর মোহাম্মদ শাহ্ আলম ও মো. আরফান এবং চট্টগ্রামের জোরালগঞ্জের আশরাফুল ইসলাম।

শাহ আমানত আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, তিন যাত্রী ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমস এর গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় সন্দেহজনক মনে হওয়ায় বিমান বন্দরের এনএসআই টিম তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫৭০ কার্টুন বিদেশি সিগারেট এবং ৩০ টি মোবাইল ফোন (আইফোন, গুগল পিক্সেল, স্যামসাং) উদ্ধার করে।

এই তিন যাত্রী ‘ব্যাগেজ পার্টির’ মালামাল পরিবহন করে বলে জানা গেছে।
উদ্ধারকৃত পণ্যসামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৯৫ হাজার টাকা। এগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনজন যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় মামলার আশ্রয় নেওয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।