সুপ্রভাত ডেস্ক »
আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে। চট্টগ্রামে ডা. শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করলো? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না।
মঙ্গলবার (২০ মে) রাজধানীর খিলক্ষেতে জুলাই গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রিজভী বলেছেন, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া থেকে জনগণ ১৫ বছর বঞ্চিত হয়েছেন। সেই বঞ্চনা থেকে আজও মুক্তি মেলেনি। আজও অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মতো নির্বাচন নিয়ে টালবাহানা করছে। হাসিনার আমলের সঙ্গে কেন জানি অন্তর্বর্তী সরকারের কিছু বৈশিষ্ট্য মিলে যায়।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য, ভয়ানক গুন্ডা-পান্ডাদের থেকে দেশকে রক্ষা জন্য একজন শ্রমিক, কৃষক তার শরীরের রক্ত ঝরিয়ে রাজপথে কৃতিত্ব দেখিয়েছেন, এই অবদান ভোলার নয়। এই অবদান জাতিকে অবশ্যই স্বীকার করতে হবে।
তিনি বলেন, আমরা জুলাইয়ের ঘটনায় একটা সুষ্ঠু বিচার চাই। আওয়ামী লীগের মতো ঢালাও গ্রেফতার, মামলা করলে কিন্তু মানুষের মন বিগড়ে যাবে। দুর্বৃত্তরা এখনো কেন গ্রেফতার হয়নি, তাদের সাজা কেন এখনো হয়নি? যারা আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমকে হত্যা করেছে তাদের তো সবাই জানে ও চেনে এবং এটি করেছে প্রকাশ্য দিবালোকে। কেন তাদের এখনো চিহ্নিত করে বিচারে আওতায় আনতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে? কেন পারছেন না? কারণ তাদের কাজের চেয়ে অকাজ বেশি। জনগণের চাহিদা না মিটিয়ে তারা খামখেয়ালি মতো অযৌক্তিক কাজগুলো করছেন।
কেন স্বাস্থ্য ও শিক্ষাখাতে বাজেট বরাদ্দ কম হবে এমন প্রশ্ন রেখে এই বিএনপি নেতা বলেন, একটি জাতির মুক্তির জন্য ২০-২৫ হাজার ছাত্র রক্ত ঝরিয়েছে। যদি স্বাস্থ্যখাত ঠিক থাকতো তবে তারা কেন দেশের বাইরে যাবে, তাৎক্ষণিক দেশেই চিকিৎসা নিতে পারতো। স্বাস্থ্যখাতে আমাদের এতই অভাব, চিকিৎসার অভাব। এখনো জুলাই-আগস্টে আহতরা হাসপাতালে কাতরাচ্ছে। তাদের আর্তনাদ অন্তর্বর্তী সরকারের কানে যাচ্ছে না।