শাহরাস্তি উপজেলা হবে মডেল উপজেলা: মকবুল হোসেন পাঠোয়ারী 

নবনির্বাচিত চেয়ারম্যানকে নাগরিক সংবর্ধনা

বক্তব্য রাখছেন সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাঠোয়ারী। ছবি: সুপ্রভাত

নিজস্ব প্রতিবেদক »

চাঁদপুর শাহরাস্তি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাঠোয়ারীকে নাগরিক সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামে বসবাসরত শাহরাস্তিবাসীরা।

বুধবার (১২ জুন) দুপুরে নগরীর প্রাইমারি টির্চাস ট্রেনিং (পিটিআই) অডিটেরিয়ামে শপথ গ্রহণ শেষে একই ভবনের চতুর্থ তলায় ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাঠোয়ারীকে প্রথম সংবর্ধনা জানায় শাহরাস্তি সমিতি ও চাঁদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন। পরে নগরীর স্টেশন রোডের একটি হোটেলে নবনির্বাচিত চেয়ারম্যানকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।

নাগরিক সংবর্ধনা আয়োজন করে শাহরাস্তি সমিতি চট্টগ্রাম, চাঁদপুর কল্যান পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর জেলা স্টুডেন্টস ফোরামসহ কয়েকটি সামাজিক সংগঠন। অনুষ্টানে চট্টগ্রাম মহানগরে বসবাসরত চাঁদপুরের শাহরাস্তিবাসীরা অংশগ্রহণ করেন।

শাহরাস্তিবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাঠোয়ারী বলেন, ‘শাহরাস্তিতে ৩২ হাজার ৪০০ ভোটার আমার পাশে ছিলেন। উপজেলা চেয়্যারম্যান হিসেবে পরিচিত হয়েছি শাহরাস্তি বাসীর কারনে। তারা আমাকে ভোট দিয়ে, আমার পাশে থেকে সহযোগিতা করেছেন। তার যদি না থাকতেন আমার উপজেলা চেয়ারম্যান হওয়া সম্ভব হতো না। আমি চেষ্টা করবো, আমার সততা দিয়ে তা আমার দায়িত্ব প্রতিপালন করতে। তিনি শাহরাস্তি উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তরের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার। তাদেরকেও ফুল দিয়ে বরণ করে  নেন শাহরাস্তিবাসীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক  প্রফেসর ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসাইন নাগরিক সংবর্ধনায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, গ্রীন লিফ প্রপার্টিজ ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন  মো. মারুফ, লায়ন আবেদ আলী ভূঁইয়া, চাঁদপুর কল্যান পরিষদ এর সভাপতি শামীম হাসান, মকবুল আহমেদ মজুমদার, আবুল বশর মিয়া, আবুল খায়ের, জাহাঙ্গীর আলম পাঠোয়ারী, মো. রাসেল, শাহরাস্তি সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হোসেন নয়ন, মঈনুল হাসান আকাশ, মশিউর রহমান মজুমদার ও ডা. রুদমিলা হোসেনসহ প্রমূখ।

উল্লেখ্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর শাহরাস্তি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মকবুল হোসেন পাঠোয়ারী ৩২ হাজার ৬৭৯ ভোট পেয়ে চেয়্যারম্যান হিসেবে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী মো. ওমর ফারুক পেয়েছিলেন ২৬ হাজার ৯৮ ভোট।