সুপ্রভাত ডেস্ক »
আইনজীবী শাহদীন মালিকের পরিবর্তে অধ্যাপক আলী রীয়াজকে সংবিধান সংস্কারের জন্য ঘোষিত কমিশনের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্তর্বর্তী সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রের ছয়টি গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিষ্ঠানের সংস্কারে ছয়টি কমিশন গঠনের ঘোষণা দেন।
কমিশনগুলোর প্রধানদের নামও ঘোষণা করেন তিনি। সেখানে, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম উল্লেখ করেন অধ্যাপক ইউনূস।
তবে, অন্য কমিশন প্রধানরা গণমাধ্যমে কথা বললেও শাহদীন মালিকের তরফে এ বিষয়ে কোনো তৎপরতা চোখে পড়েনি। তিনি এ দায়িত্ব গ্রহণ করছেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়।
বুধবার, মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক সংস্কার অধিশাখার প্রজ্ঞাপনে জানানো হলো, প্রধান উপদেষ্টা “সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের পরিবর্তে অধ্যাপক আলী রীয়াজের নাম অন্তর্ভুক্ত করে কমিশন গঠনের জন্য অনুশাসন প্রদান করেছেন।”