সুপ্রভাত বিনোদন ডেস্ক »
শোবিজ তারকাদের প্রেম-বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই থাকে। এদিকে দেশসেরা নায়ক শাকিব খান ও পূজা চেরির প্রেমের গুঞ্জন উড়ছে রুপালি আকাশে। এ প্রসঙ্গে মুখ খুলেছেন পূজা চেরি।
‘গলুই’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করার সময় পূজার প্রেমের গুঞ্জন চাউর হয়। ইদানীং শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে পূজার সরব উপস্থিতিতে এই গুঞ্জন ফের মাথাচাড়া দিয়েছে। তবে শাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শুনলে পূজার নাকি হাসি পায়।
পূজা বলেন, “শাকিব ভাই এত সিনিয়র একজন ব্যক্তিত্ব, তার সঙ্গে প্রেম! এটা যারা বলেন, তাদের নিজেদের লজ্জা থাকা উচিত। আমরা যারা কাজ করি, হোক তা সিনিয়র কিংবা জুনিয়র- আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয়! যদি শাকিব ভাইয়ের কথা বলি বা সিয়াম, রোশান, এ বি এম সুমন; যাদের কথাই বলি না কেন, সবার সঙ্গে আমার কাজ হয়েছে। প্রত্যেকেই কাজের জায়গা থেকে আমার ভালো বন্ধু। শাকিব ভাইয়ের সঙ্গে এটা তো জীবনেও আসবে না। তাকে ভীষণ শ্রদ্ধা করি।”
বিয়ে প্রসঙ্গে বলতে গিয়ে পূজা এ সময় প্রেম নিয়ে ভাবনার কথাও জানিয়েছেন। পূজা বলেন, “প্রেম ও কাজ একসঙ্গে সমন্বয় করা যায় না। হয় মনোযোগ দিয়ে প্রেম করতে হবে, নয়তো কাজ। যেহেতু কাজ করছি, আপাতত প্রেমকে পাশে রেখেছি। প্রেমকে বলেছি, তুমি আমার জীবনে পরে আসো, আগে কাজকর্ম করি।”