ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের মিলাদ মাহফিল
‘দীর্ঘ ১৯ বছর পার হয়েছে এখনো আবুল কাশেম এর হত্যাকারী খুনীদের গ্রেফতার ও বিচার হয়নি। গণতান্ত্রিক ও স্বৈরাচারী বিরুদ্ধে আন্দোলনে সাহসী নেতৃত্বে ছিলেন আবুল কাশেম কিন্তু গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও খুনীদের গ্রেফতার ও বিচার না হওয়ায় অত্যন্ত দুঃখজনক। অতি দ্রুত আবুল কাশেম হত্যাকারী খুনীদের গ্রেফতার ও বিচার প্রক্রিয়া শুরু করুন। তা না হলে এদেশে খুনীদের আশ্রয়স্থলে পরিণত হবে।’
ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আবুল কাশেম এর ১৯তম মৃত্যুবার্ষিকী পালনে ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর পালনে কলেজ জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত শেষে নগরীর গরীব উল্লাহ শাহ মাজারস্থ শহীদ আবুল কাশেম এর কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবেদনকালে ছাত্রলীগ নেতারা ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য করেন।
শনিবার দিনব্যাপী কর্মসূচী সকালে খতমে কোরআন, বাদে জোহর কলেজ জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ অদুদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এরপরে নগরীর গরীব উল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে চির শায়িত কবরে জেয়ারত ও মোনাজাত করা হয়। ছাত্রনেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন স্বরূপ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।
এতে কলেজ অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, উপাধ্যক্ষ রেজাউল করিম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, উপ-প্রচার সম্পাদক এম এ হালিম মিতু , উপ-প্রচার সম্পাদক কলেজ ছাত্রলীগ নেতা মো. রাহাত আলম, ইমাম হোসেন ইমন, শাহাদাত হোসেন হিরা, আবু সাঈদ মুন্না, জাহিদুল ইসলাম, তোহিদুল ইসলাম সুমন, মিজানুর রহমান, আশিকুর রহমান প্রিন্স, আব্দুল মান্নান সানি, শাকিল খান নিশান, তৌফিক চৌধুরী, নুরুজ্জামান বাবু, জাবেদ রহিম মুন, শাহাদাত হোসেন, ফয়জুল্লাহ মাসুম, হাসান তারেক সায়েম, আলিফ হোসেন শুভ, শাফায়েত উল্লাহ শুভ, হোসেন রাহাত প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
 
				 
		

















































