শমশের আলী বিজ্ঞান ও বিশ্বাসের সেতুবন্ধন তৈরির প্রচেষ্টা চালিয়ে গেছেন

সুপ্রভাত ডেস্ক »

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ড. এম শমশের আলী ইসলাম ও পদার্থবিদ্যা উভয় জ্ঞানের ওপর ভিত্তি করে বিজ্ঞান ও বিশ্বাসের সেতুবন্ধন তৈরির প্রচেষ্টা চালিয়েছিলেন।

রোববার (৩ আগস্ট) দুপুরে ফেসবুক পোস্টে এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি পোস্টে লেখেন, ‘ড. এম শমশের আলী ইসলাম ছিলেন একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ-পূর্ব বিশ্ববিদ্যালয় উভয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য। আজীবন সত্যের সন্ধানী এবং একজন নিবেদিতপ্রাণ মানবতাবাদী।’

dhakapost

তিনি আরও বলেন, ‘যখন বিটিভি আমাদের ঘরে একমাত্র সম্প্রচার মাধ্যম ছিল, তখন ড. আলী একজন পরিচিত মুখ এবং গভীর চিন্তার কণ্ঠস্বর হয়ে ওঠেন। তার জীবন জুড়ে, তিনি বৈজ্ঞানিক অনুসন্ধানকে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির সঙ্গে সামঞ্জস্য করার চেষ্টা করেছিলেন। তার চিন্তাশীল দৃষ্টিভঙ্গি দিয়ে জনসাধারণের আলোচনাকে সমৃদ্ধ করেছিলেন।’

ড. আলী ৮৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তিনি শান্তিতে বিশ্রাম করুন এবং আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসে একটি সুন্দর স্থান দান করুন। সত্যের প্রতি তার অটল সাধনা তরুণদের প্রজন্মের অনুপ্রেরণা অব্যাহত রাখুক। জেহান আলী এবং তার পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা।