সুপ্রভাত ডেস্ক »
এরই ধারাবাহিকতায় শনিবার (১০ জানুয়ারি) নগরের আগ্রাবাদে বেস্ট ওয়েস্টার্ন হোটেলে চীনা বিশেষজ্ঞদের আটজন ডাক্তারদের একটি টিম চিকিৎসা পরামর্শ দিবেন।
এদিন সকাল ১০টা থেকে দিনব্যাপী চীনের শীর্ষ দুটি হাসপাতাল শেনজেন হেংশেন হাসপাতাল এবং গুয়াংজু ফোসুন চানচেং হাসপাতাল এর বিশেষজ্ঞ থেকে ক্যান্সার, হৃদরোগ, অর্থোপেডিক্স ও প্লাস্টিক সার্জারি, প্রজনন রোগ, মূত্র ও মূত্র নালি এবং মেডিসিন এর জটিল সব রোগের চিকিৎসা পরামর্শ পাবেন বিনামূল্যে।

















































