নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া :
লোহাগাড়ায় গোপন বৈঠক ও প্রশিক্ষণ চলাকালে মো. আব্দুল কাইয়ুম (২৩) নামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবির এক নেতাকে হাতেনাতে আটক করেছে এন্টি টেররিজম ইউনিটের একটি টিম। এ সময় ৪টি মোবাইল সেট, ৮/১০টি জিহাদী বই, জঙ্গি হামলা সংক্রানন্ত ৬/৭টি মোবাইলের স্ক্রিনশর্ট কপি ও বেশকিছু প্রচারপত্র উদ্ধার করা হয়। সোমবার রাত পৌনে ২ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে আটক করা হয়।
এসময় পুলিশের উপসি’তি টের পেয়ে নব্য জেএমবি’র ৮/৯ সদস্য কৌশলে পালিয়ে যায়। আটক জঙ্গি নেতা মো. আব্দুল কাইয়ুম উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার আব্দুস শুক্কুরের ছেলে। আটকের পর জঙ্গি নেতা কাইয়ুম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনিসহ গ্রেফতার এড়াতে পালিয়ে যাওয়া জঙ্গি সদস্যরা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির বিভিন্ন সন্তরের নেতা বলে বলে স্বীকার করেন। এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক মো. সোলায়মান শেখ বাদি হয়ে লোহাগাড়া থানায় আটক আব্দুল কাইয়ুমসহ ১০ জনের বিরম্নদ্ধে সন্ত্রাস বিরোধী ধারায় নিয়মিত মামলা করেছেন। মামলাটি এন্টি টেররিজম ইউনিটই তদনন্ত করছেন বলে জানা গেছে।