নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া :
লোহাগাড়ায় টিকা প্রয়োগের পর নওরাদ হানিফ (৬) নামে এক কন্যা শিশুর মৃত্যুর হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
উপজেলার কলাউজান ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত সামশুল হক চৌধুরী বাড়ির টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত কন্যা শিশু চেয়ারম্যানপুত্র মো. হানিফ চৌধুরী ওরফে শিমুলের মেয়ে।
মো. হানিফ চৌধুরী শিমুলে বড় ভাই জাহাঙ্গীর চৌধুরীর জানান, এ টিকা প্রদানে অপর তিন শিশু আক্রান্ত হয়েছে। তবে চিকিৎসায় তাদের অবস্থার উন্নতি হয়েছে।
জানা যায়, হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় উত্তর কলাউজানের এ কেন্দ্রে শিশুদের টিকা প্রদান করা হয়। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী নিয়ে গঠিত টিম এই কেন্দ্রে টিকাপ্রয়োগের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
কন্যা শিশু নওরাদকেও টিকা প্রয়োগের অল্পক্ষণ পর শিশুটির শরীরে যন্ত্রণা শুরু হয়। অশান্তির কথা জানায় মাকে। মা দেখতে পায় কন্যার কপালে লাল হয়ে এক প্রকার দানা দেখা যায়। দেখতে দেখতে শিশুর নাকে-মুখে ফেনা চলে আসে। তাৎক্ষণিকভাবে লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নেয়া হয় এ শিশুকে। পরীক্ষা-নিরীক্ষার পর এ শিশুটিকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। নিহত কন্যা শিশুর পিতা শিমুল এসব তথ্য জানান।
টিকা প্রদানকারী স্বাস্থ্য সহকারী জেবুন্নিসা বলেন, সকালে অনেক শিশুকে হাম-রুবেলার টিকা দিয়েছি। অন্য কারো কোনো ধরনের সমস্যা হয়নি। টিকা দেয়ার সময়ই শিশু নওরাত হানিফের শারীরিক অবস্থাও স্বাভাবিক ছিল। শিশুটি টিকার কারণে মারা গেছে নাকি অন্য কোনো সমস্যা হয়েছে বুঝতে পারছি না।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু, উপজেলা স্বাস্থ্য কমর্কতা ডা. মোহাম্মদ হানিফ এবং লোহাগাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.জাকির হোসেন মাহমদু ঘটনাস্থলে পৌঁছেন। এ ঘটনার ব্যাপারে খোঁজ-খবর নেন। এছাড়াও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ঘটনাস্থলে পৌঁছেন এবং ঘটনার ব্যাপারে খোঁজ-খবর নেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হানিফ বলেছেন, সির্ভিল সার্জনের নেতৃত্বে এ ঘটনার ব্যাপারে তদন্তের ব্যবস্থা করা হয়েছে। তদন্তের পর এ মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় স্থানীয় লোকদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।
এ মুহূর্তের সংবাদ
 
				 
		
















































