লোকসভায় কংগ্রেসের সেঞ্চুরি

সুপ্রভাত ডেস্ক »

দিল্লিতে সরকার গঠনের তোড়জোড়ের মধ্যেই লোকসভায় শক্তিবৃদ্ধি করতে চলেছে কংগ্রেস। দুই নির্দল সংসদ সদস্য যোগ দিচ্ছেন কংগ্রেসে। এদের মধ্যে একজন বিহারের পূর্ণিয়া এলাকার নির্দল সংসদ সদস্য পাপ্পু যাদব। এই যোগদানের ফলে লোকসভায় ১০০ আসনের গণ্ডি পেরিয়ে গেল কংগ্রেস।

লোকসভার আগে পাপ্পু নিজের দল জন অধিকার পার্টিকে মিশিয়ে দেন কংগ্রেসের সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত আসন সমঝোতার সূত্র অনুযায়ী পাপ্পুকে তাঁর পছন্দের আসন থেকে প্রার্থী করতে পারেনি কংগ্রেস নেতৃত্ব। শেষপর্যন্ত নির্দল হিসাবে দাঁড়িয়েই জিতে আসেন তিনি। পাপ্পু কংগ্রেসের পতাকা হাতে নেবেন। আরও এক নির্দল সংসদ সদস্য কংগ্রেসে  যোগ দিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

শুধু কংগ্রেস নয়, তৃণমূলের সঙ্গেও অন্তত জনা তিনেক বিজেপি সংসদ সদস্য যোগাযোগ করেছেন বলে জানা গেছে। যদিও কারা তৃণমূলে যোগ দিতে চাইছেন, সেটা এখনও স্পষ্ট নয়। তবে একটা জিনিস স্পষ্ট আগামী দু’এক দিনের মধ্যে শক্তি আরও বাড়তে পারে ইন্ডিয়া জোটের। একাধিক সাংসদের যোগদান তো বটেই, টিডিপির একাধিক সংসদ সদস্যও নাকি চাইছেন ইন্ডিয়া শিবিরে যোগ দিক দল। কারণ অতীতে এই বিজেপিই টিডিপি (তেলেগু দেশম পার্টি) ভাঙিয়েছে। সব মিলিয়ে ইন্ডিয়া শিবিরে তৎপরতা ক্রমশ বাড়ছে।