নিজস্ব প্রতিবেদক :
নগরের বাকলিয়ায় ১৫ মাস আগে সংঘটিত লোকমান হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পটিয়ার হুলাইন এলাকা থেকে লোকমান হত্যার আসামি এমদাদুল হক আকাশকে গ্রেফতার করা হয়েছে।
এমদাদুল পটিয়ার হুলাইন ইয়াছিন আওলিয়া মাজারের পাশের ফরিদ মেম্বারের বাড়ির আব্দুল মান্নানের ছেলে। সে নগরের চকবাজারের ডিসি রোড, বাম্পার কলোনিতে থাকতেন।
গত বছরের ৬ এপ্রিল বাকলিয়া খাল পাড় এলাকায় গুলিতে নিহত হন লোকমান। এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক নিয়ে লোকমান ও সাইফুল নামে দুই কথিত বড়ভাইয়ের নেতৃত্বে থাকা কিশোর গ্রুপের মধ্যে মারামারি জেরে এ হত্যাকা- ঘটেছিল। ঘটনার পরে বন্দুকযুদ্ধে সাইফুল নামে এক আসামি নিহত হন।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, লোকমান হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া জিয়াউদ্দিন বাবলু জবানবন্দিতে হত্যার ঘটনায় এমদাদুল হক আকাশের নাম উল্লেখ করে। এতদিন সে পলাতক ছিল।
পুলিশের কাছ থেকে বাঁচার জন্য এমদাদুল হক তার এক আত্মীয় আলমের জন্ম নিবন্ধন ও এসএসসি’র সার্টিফিকেট ব্যবহার করে ছদ্মনাম ধারণ করে পটিয়ার হুলাইন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
Uncategorized