সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
১৯৯০ সালের পর আবারও প্রিমিয়ার লিগে সেরা হওয়ার সুযোগ লিভারপুলের সামনে। প্রয়োজন মাত্র ৬ পয়েন্ট। করোনার জন্য যা বিলম্ব হয়ে যায়। দীর্ঘ তিন মাসের বিরতির পর মাঠে নেমে আরেকধাপ এগিয়ে যাওয়াই লক্ষ্য ছিল। যদিও থমকে যেত হলো ইয়ুর্গেন ক্লপের শীর্ষদের। রোববার রাতে গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে অলরেডরা।
করোনা ভাইরাসের থাবা পড়ার আগে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল দলটি। পুরো মৌসুম জুড়ে দাপট দেখানো লিভারপুল লিগের ১২তম দল এভারটনের বিপক্ষে খেলতে নেমেছিল দলের সেরা তারকা মোহম্মদ সালাহকে ছাড়াই। যদিও শেষ পর্যন্ত কোনও গোলই তুলতে সক্ষম হয়নি।
৩০ ম্যাচ খেলে সাদিও মানে-ফিরমিনোদের অবস্থান আগের জায়গাতেই রয়েছে। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬০।
বুধবার অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতলেই ৩০ বছর পর শিরোপা নিশ্চিত হতে পারে ক্লপের দলের। তবে তার আগে সোমবার নিজেদের মাঠে সিটিজেনরা বার্নলির বিপক্ষে পয়েন্ট হারায় তবে পরের ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিতে পারবে লিভারপুল।
তথ্যসূত্র : আরটিভিঅনলাইন’র।
খেলা