সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
মাত্র দুই মাস আগেই টি-২০ বিশ্বকাপে বাজে পারফর্ম করে সবার সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন লিটন দাস। এমনকি বিদেশি কিংবদন্তি ক্রিকেটাররাও লিটন দাসকে দল থেকে বাদ দিতে বলেন। কিন্তু সেই লিটন দাস সাদা পোশাকে একের পর এক দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছেন। এমন অবস্থায় লিটনকে প্রশংসায় ভাসিয়েছেন হার্শা ভোগলে। বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতেও তার ব্যাটে বইছে রানের ফোয়ারা। তার এই চোখ-ধাঁধানো ব্যাটিং দেখে অনেক সমালোচকরাও এখন ভক্ত বনে গেছেন। ভারতের বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন, লিটনের মধ্যে যে প্রতিভার প্রতিশ্রুতি ছিল, সেটি এখন ফুল হয়ে ফুটছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, দেখে খুব ভালো লাগছে যে লিটনের মধ্যে যেমন প্রতিশ্রুতি দেখেছিলাম, সেটি এখন ফুল হয়ে ফুটছে।
লিটনের প্রতিভা নিয়ে আলোচনা নতুন কিছু নয়। সেই প্রতিভার পূর্ণ সদ্ব্যবহার তিনি কখনোই করতে পারেননি। মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের প্রথম ইনিংসে ১১৭ বলে ১০ চারে তিনি করেছেন ৮৬ রান। উইকেটে ছিলেন ২৪৭ মিনিট। পুরোটা সময় অসাধারণ নিয়ন্ত্রণ, প্রয়োজনে আগ্রাসন আর নান্দনিক সব শট খেলেছেন। ইনিংসে একটামাত্র ভুল শট খেলতে গিয়ে সেঞ্চুরির দুয়ার থেকে ফেরেন তিনি। খবর ডেইলি বাংলাদেশ’র
লিটনকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের টিম লিডার খালেদ মাহমুদ সুজনও। গতকাল ম্যাচ শেষে তিনি বলেন, ‘লিটনের ব্যাটিং তো সাবলীল। ও যেমন ব্যাটিং করে সেরকমই করেছে। লিটনের ব্যাটিং দেখা সবসময়ই গুড টু ওয়াচ। ওর টাইমিং এত ভালো। আজ ব্যাটিং দেখে একবারও মনে হয়নি কোনো রকম চাপে আছে। এত সাবলীলভাবে, সহজভাবে বোলারদের মোকাবেলা করেছে, দুর্দান্ত।’