লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সদস্যদের নিজের কর্মময় জীবনের গল্প শোনালেন ক্লাব অ্যাডভাইজার লায়ন নুরুল আরশাদ চৌধুরী। সফল ব্যাংকার নুরুল আরশাদ চৌধুরী ৩৫ বছরের ব্যাংকিং জীবনের চড়াই-উৎরাইয়ের পাশাপাশি তরুণদের ক্যারিয়ার গঠনের ওপরও চমৎকার আলোচনা করেন।
লায়ন্স ফাউন্ডেশন ভবনে লিও ক্লাব আয়োজিত এক সভায় তিনি আরো বলেন, সফলতা অর্জনের জন্য দক্ষতার পাশাপাশি নিজের প্রতি, পেশার প্রতি সৎ থাকা জরুরি। যে সততার ওপর অটল থাকে সে এগিয়ে যাবেই, তাকে আটকানো যায় না।
ক্লাব প্রেসিডেন্ট লিও আহমেদ উল্লাহ পাপনের সভাপতিত্বে ও সেক্রেটারি লিও কামরুন নাহার কল্পনার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন লায়ন আবদুল মতিন সরকার, কাশেম শাহ, ওবায়দুর রহমান, ইরফান মোস্তফা, কামরুল হাসান খান, সীমান্ত বড়–য়া, মহিউদ্দিন সিরাজ, সিরাজুল ইসলাম রিপন, সৈয়দা ইসরাত জাহান, সৌমেন বড়–য়া, সামিরা আক্তার, সাইফুল্লাহ রানা প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর