লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির গঠন করা হয়েছে। গতকাল ১৯ জুন (শুক্রবার) রাতে জুম অ্যাপসে আয়োজিত এক সভায় ক্লাব অ্যাডভাইজার লায়ন নুরুল আরশাদ চৌধুরী ২০২০-২১ সালের নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- প্রেসিডেন্ট আহমেদ উল্লাহ পাপন, ভাইস প্রেসিডেন্ট মো. জাহেদ, সেক্রেটারি কামরুন নাহার কল্পনা, জয়েন্ট সেক্রেটারি (অ্যাডমিন) আশিক উদ্দিন বাঁধন, জয়েন্ট সেক্রেটারি (প্রজেক্ট) সিরাজুল ইসলাম রিপন, ট্রেজারার সব্যসাচী দেবনাথ, জয়েন্ট ট্রেজারার (অ্যাডমিন) সৈয়দা ইসরাত জাহান, জয়েন্ট ট্রেজারার (প্রজেক্ট) সৌমেন বড়ুয়া, সিস্টার কো-অর্ডিনেটর সামিরা আক্তার, জয়েন্ট সানজিদা আক্তার, টেমার তৌফিকুর রহমান, জয়েন্ট সুলতানুল আবেদিন সাদনান, টেইল টুইস্টার আহমেদ জাহাঙ্গীর, জয়েন্ট মাহমুদুল তানভীর, কালচারাল কো অর্ডিনেটর সাইফুল্লাহ রানা, জয়েন্ট রুম্পা বিশ্বাস, স্পোর্টস কোঅর্ডিনেটর সাজিদ বিন জাহিদ, জয়েন্ট মাহমুদুল আকিব, মিডিয়া কোঅর্ডিনেটর আনোয়ার ক্বানন, জয়েন্ট শামীম খান, এক্সিকিউটিভ মেম্বার জয়নুল আবেদিন, আশিকুল আলম ও মিজানুর রহমান।
এছাড়া মেম্বারশিপ কমিটির চেয়ারম্যান হিসেবে লিও সীমান্ত বড়–য়া এবং ক্লাব ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাক্তন প্রেসিডেন্ট লিও মোক্তাদির, ও লিও আরসেল আজিম মোহন। নতুন কমিটি ১ জুলাই থেকে দায়িত্ব গ্রহণ করবে। বিজ্ঞপ্তি
মহানগর