সংবাদদাতা, বান্দরবান :
বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পর এবার একজন কর্মচারীও করোনা শনাক্ত হয়েছে। রোববার বিকালে এ তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের করোনা পজেটিভ রিপোর্ট আসার একদিন পর রবিবার বিকালে একই হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী মহিলা আয়ার (৫৫) করোনা পজেটিভ রিপোর্ট আসে। এনিয়ে হাসপাতালে দুজন করোনা শনাক্ত হয়েছে।
গত ১৩ মে ৩৫ জনের নমুনা পাঠানো হয় কক্সবাজার ল্যাবে পরীক্ষার জন্য। এর মধ্যে শনিবার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের করোনা পজেটিভ রিপোর্ট আসে এবং একই দিনের পাঠানো নমুনার আরেকটি পজেটিভ রিপোট আসে রবিবার সেটিও লামা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর। তবে তাদের শরীরে কোন উপসর্গ নেই।
এনিয়ে লামা হাসপাতালের দুইজন করোনা শনাক্ত হল। আমরা তাদেরকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করছি। যারা তাদের সংস্পর্শে এসেছে তাদের কোয়ারেন্টান করেছি। হাসপাতালে অন্যান্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে তাদেরও পরীক্ষা করা হবে।
বান্দরবান সিভিল সার্জন ডা.অংশৈ প্রম্ন বলেন লামা স্বাস্থ্য কমপেস্নক্সে আরো একজন কর্মচারী করোনা শনাক্ত হয়েছে।