সুপ্রভাত ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অবস্থান করছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এমনকি তাকে নেয়া হয়েছে লাইফ সাপোর্টে।
বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবীদ ইমাম এই তথ্য নিশ্চিত করেছেন। রাবীদ জানান, তামিমের অসুস্থতার খবর পেয়ে আমরা এখন সেদিকে যাচ্ছি। এজন্য বিসিবির সভা স্থগিত করা হয়েছে।
বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, বুকে ব্যথা অনুভব করায় তাকে সোমবার (২৪ মার্চ) বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল গণমাধ্যমকে জানান, তামিমকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।
এর আগে বিকেএসপিতেই তাকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। অবস্থার উন্নতি না হওয়ায় স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে। এক পর্যায়ে অবস্থার কিঞ্চিত অবনতি হলে তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে।
উল্লেখ্য, হেলিকপ্টারে করে তামিমকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা চলছে। তবে বর্তমান শারীরিক অবস্থায় তাকে স্থানান্তর করাটাও বেশ কঠিন বলে মনে করছেন চিকিৎসকরা।