লস অ্যাঞ্জেলেসের দাবানলে আটকে পড়েছেন নোরা

সুপ্রভাত বিনোদন ডেস্ক »

লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানলে আটকে পড়েছেন নোরা ফাতেহি। এক ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা নিজেই খবরটি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ভয়ঙ্কর দাবানল ছড়িয়ে পড়েছে। অনেক হলিউড তারকার বাড়িও পুড়েছে এই দাবনলে। নোরা সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছিলেন কয়েকটি ইভেন্টে অংশ নিতে। হঠাৎ দাবানলের ঘটনায় তিনি সেখানে আটকে পড়েন। ইনস্টাগ্রাম স্টোরিতে নোরাকে বলতে শোনা যায়, ‘আমি লস অ্যাঞ্জেলেসে আছি। এখানে দাবানলে পুড়ে গেছে বেশ কয়েকটি অঞ্চল। আমরা মাত্র পাঁচ মিনিট আগে খবর পেয়েছি। আমাদের টিমের সবাইকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। প্রয়োজনীয় সবকিছু দ্রুত প্যাক করে এখান থেকে সরে যাচ্ছি। আজ আমার ফ্লাইট আছে। জানি না আমি এটি ধরতে পারবো কিনা। আশা করি এটি বাতিল হবে না। এই অভিজ্ঞতা ভয়ঙ্কর। এর আগে এমন দাবানল আমি দেখিনি।’ পেনারার আরেকটি ভিডিও স্টোরিতে দেখা যায়, আগুনের লেলিহান শিখায় চারপাশ আগুনরঙা হয়ে উঠেছে। এমন অবস্থায় নোরাকে বহনকারী গাড়িটি এয়ারপোর্টের দিকে ছুটে চলেছে। বলা প্রয়োজন, এই দাবানলের কবলে পড়া লাখো মানুষের মধ্যে হলিউডের অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ বেশ কিছু তারকা আছেন। দাবানলে অনেক তারকার বাড়ি পুড়েছে। এরমধ্যে অস্কার, এমি ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস, সংগীতশিল্পী ও অভিনেত্রী ম্যান্ডি মুর, জনপ্রিয় টিভিব্যক্তিত্ব প্যারিস হিলটন, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ সিনেমার অভিনেতা ক্যারি এলওয়েসে, অভিনেতা বিলি ক্রিস্টাল, ব্রিটিশ অভিনেত্রী কেট বেকিনসের বাড়ি পুড়ে ছাই হয়েছে বলে খবর মিলেছে।