নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আনা ৩ লাখ পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ ২জনকে আটক করেছে।
জানা যায়, ১০ জুলাই (শুক্রবার) সকাল ৬টারদিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলী মসজিদ সংলগ্ন ছড়া দিয়ে মিয়ানমার থেকে আসা বড় ধরনের চালান আসার সংবাদ পেয়ে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল উক্ত স্থানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদকের চালানসহ দা-কিরিচ নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ-১৯ এর বাসিন্দা মো. ইলিয়াছের পুত্র মো. শফিক (২৫) এবং হোয়াইক্যং তুলাতলী ঘোনা পাড়ার আবুল কাশেমের পুত্র আব্দুল করিম (২২) কে আটক করে। এসময় আরো কয়েকজন পালিয়ে যায়। তাদের সঙ্গে থাকা ২টি পাটের বস্তা তল্লাশি করে ৩ লাখ ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ আটককৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।