সুপ্রভাত ডেস্ক »
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর বির্তকিত ধারা বাতিলে প্রতিদিন ১ ঘণ্টা করে কর্মবিরতির পাশাপাশি আগামী রোববার ও সোমবার (১ ও ২ জুন) অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টাকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।
একইদিন সারাদেশের সকল সরকারি কার্যালয়ের দফতর প্রধান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
আজ বৃহস্পতিবার (২৯ মে) সকালে পূর্বঘোষিত এক ঘণ্টা কর্মবিরতি পালনের পর এ কর্মসূচি ঘোষণা করেন নেতারা।
এর আগে, সকাল ১০টায় বিভিন্ন মন্ত্রণালয় ও দফতর থেকে বের হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে জড়ো হন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। বৈরি আবহাওয়ার কারণে যারা আসতে পারেননি, তারা স্ব স্ব দফতরে এ কর্মবিরতি পালন করেন।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ে প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করার ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। দাবি পূরণ না হলে ৩১ মের পর থেকে নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানান নেতারা।
গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকে এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। কর্মচারীদের আন্দোলনে গত ৬ দিন ধরে একরকম অচল হয়ে পড়ে সচিবালয়।


















































