সিএমপি’র হটলাইন চালু
নিজস্ব প্রতিবেদক :
রোগী ফেরত দিলে বা চিকিৎসার অবহেলায় কেউ মারা গেলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সিএমপির জনসংযোগ শাখা থেকে মোবাইল ফোনে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক। ভুক্তভোগীরা সিএমপির হটলাইন নম্বর (০১৪০০-৪০০ ৪০০, ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০) ফোন করে বা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘জাতীর এমন সংকটময় মুহূর্তে শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি না করা এবং চিকিৎসা না পেয়ে রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এটা মেনে নেওয়া যায় না। এটি অমানবিক। যারা এমনটি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’