রেমিট্যান্স যোদ্ধা দিবসের অনুষ্ঠান স্থগিত

সুপ্রভাত ডেস্ক »

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত‍্যু ও আহতের ঘটনায় শোকাবহ পরিস্থিতির কারণে আগামী ২৩ জুলাই ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ এর অনুষ্ঠান স্থগিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন।

তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আগামী ২৩ জুলাই ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ সংক্রান্ত সব অনুষ্ঠান স্থগিত করা হলো। অনুষ্ঠানের তারিখ পুনরায় নির্ধারণ করে সবাইকে জানানো হবে।

প্রসঙ্গত, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তিন দিনের জুলাই গণজাগরণ অনুষ্ঠানমালা স্থগিত করেছে সরকার। এর মধ্যে একটি ছিল ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’।