সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
বায়ার লেভারকুজেনের সামনে এবার ইতিহাসের হাতছানি। জার্মান বুন্দেসলিগার শিরোপা আগেই নিশ্চিত হয়ে গেছে। এবার ইউরোপা লিগের সেমিফাইনালে পা রাখলো দলটি।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ ড্র করে লেভারকুজেন।
তাতে দুই লেগ মিলিয়ে (প্রথম লেগে ২-০ ব্যবধানে জয়) ৩-১ গোলের ব্যবধানে জিতে শেষ চারের টিকিট পেয়েছে তারা। ইউরোপা লিগের সেমিফাইনালে ওঠার পথে একটি রেকর্ডও গড়েছে লেভারকুজেন। ওয়েস্ট হ্যামের সঙ্গে ম্যাচটি সমতায় শেষ হওয়ায় সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে টানা ৪৪ ম্যাচ অপরাজিত থাকলো জাভি আলোনসোর দল।
যে কীর্তি ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো দলের নেই। লেভারকুজেনের অপরাজিত থাকা ৪৪ ম্যাচের মধ্যে ৩৮ ম্যাচেই জয় পেয়েছে তারা। বাকি ৬টি ম্যাচ হয়েছে ড্র। তাদের এই রেকর্ডের আগে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের। খবর রাইজিংবিডি.কম’র