সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
প্রায় দেড় বছর পর টেস্ট দলে ফিরলেন। প্রত্যাবর্তনে লড়াকু এক ইনিংস উপহার দিলেন আজিঙ্কা রাহানে। তাকে লোয়ার অর্ডারের শার্দুল ঠাকুরও ভালো সঙ্গ দিলেন। হলো শতরানের জুটি। ওভালে রাহানে-শার্দুলের সে জুটিতে ভর করে ফলোঅন এড়িয়েছে ভারত। তবে অলআউট হয়েছে ২৯৬ রানে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৪৬৯। ১৫২ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারত। সেখান থেকে রাহানে আর শার্দুল গড়েন ১০৯ রানের জুটি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন রাহানে। কিন্তু ৮৯ রানে কামিন্সের শিকার হন তিনি। ১২৯ বলের ইনিংসে ১১টি চার আর একটি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার। রাহানে আউট হওয়ার পরই আসলে ভারতের লড়াই করার শেষ আশাটা শেষ হয়ে যায়। শার্দুল ফেরেন ফিফটি (৫১) করে। ৬৯.৪ ওভারে ২৯৬ রানে থামে ভারতের প্রথম ইনিংস। অসি অধিনায়ক প্যাট কামিন্স তিনটি, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড আর ক্যামেরুন গ্রিন নেন দুটি করে উইকেট। এর আগে ৫ উইকেটে ১৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। রাহানে ২৯ আর শ্রীকর ভরত ৫ রানে অপরাজিত ছিলেন। ভরত দিনের শুরুতেই আউট হয়ে যান সেই ৫ রানেই। খবর জাগোনিউজ’র