রাস্তা-ফুটপাতে ময়লা ও অবৈধ পার্কিংয়ে জরিমানা গুনলো ২২ জন

নিজস্ব প্রতিবেদক »

নগরীর ষোলশহর ২নম্বর গেইট হতে বায়েজিদ বোস্তামী সড়ক ও অক্সিজেন থেকে বালুচড়া পর্যন্ত হাটহাজারী সড়কে রাস্তা ও ফুটপাতে ময়লা ফেলা ও অবৈধ পার্কিংয়ের দায়ে জরিমানা গুনতে হয়েছে ১৬ জনকে। এছাড়া আগ্রাবাদ শেখ মুজিব সড়কের উভয় পাশে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৬ জনকে জরিমানা করা হয়েছে।

গতকাল সকাল থেকে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এ সময় সংস্থাটির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযানে অংশগ্রহণ করেন।

অভিযানের বিষয়ে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ‘নগরের সৌন্দর্য নষ্ট করে ও জনসাধারণের চলাচলে বিঘœ করে রাস্তার পাশে দোকানিরা ফুটপাত দখল করে। পাশাপাশি রাস্তায় যান চলাচলের বিঘœ ঘটিয়ে অনেকে রাস্তার পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করে। এজন্য চট্টগ্রাম সিটির আগ্রাবাদ থেকে দুই নম্বর গেট হয়ে অক্সিজেনের হাটহাজারী রোড পর্যন্ত অভিযান পরিচালনা করেছি। এ সময় মোট ২২ ব্যক্তিকে ৬৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।