সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন রাসেল ডমিঙ্গো। দেশের ক্রিকেটপাড়ায় তাকে নিয়ে নানা বিষয়ে চাপা গুঞ্জন ও ক্ষোভ রয়েছে। এমতাবস্থায় নিউজিল্যান্ড সিরিজ শেষে ডমিঙ্গোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আপাতত নতুন কোচ খোঁজার দিকে যাচ্ছে না বিসিবি। ফলে রাসেল ডমিঙ্গোই হেড কোচের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এর আগে নিউজিল্যান্ড সফর শেষে ডমিঙ্গো আর থাকছেন না গুঞ্জন বের হলেও তা মিথ্যাই থেকে গেলো।
এদিকে ডমিঙ্গো থাকলেও কোচিং প্যানেল থেকে পদত্যাগ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ওটিস গিবসন। ২০২০ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজ শেষেই তার সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ওটিস গিবসনের চুক্তির মেয়াদ ছিল চলতি মাসে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর পর্যন্ত টাইগার পেসারদের নিয়ে দারুণ কাজ করলেও বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করেননি তিনি। বাংলাদেশের চাকরি ছেড়ে ক্যারিবীয় এই কিংবদন্তী পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যোগ দিয়েছেন।
পিএসএলের দল মুলতান সুলতানসের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গিবসন। বুধবার রাতে মুলতান সুলতানস এক টুইট বার্তায় জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী কোচ, দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ, ইংল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে সফল সময় কাটানো ওটিস গিবসন আমাদের সহকারী ও পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন।’ খবর ডেইলি বাংলাদেশ’র