সুপ্রভাত ডেস্ক »
রাশিয়ায় রোলস-রয়েস গাড়ি বিক্রি গত বছরের তুলনায় ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবার বছরের প্রথম ৯ মাসেই এতবেশি সংখ্যক গাড়ি বিক্রি হয়েছে। গত মঙ্গলবার শিল্প বিষয়ক সংবাদমাধ্যম অটো মেইল এ তথ্য জানিয়েছে। রাশিয়ায় বিলাসবহুল দ্রব্যের সরবরাহ সীমিত করতে পশ্চিমা বিশ্বের চেষ্টা অব্যাহত থাকলেও এরই মধ্যে ব্রিটিশ ব্র্যান্ডের গাড়ির বিক্রির হার বেড়ে চলেছে।
জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ানরা মোট ৯৯টি রোলস-রয়েস গাড়ি কিনেছে। তবে রাশিয়ায় গাড়ির সবচেয়ে জনপ্রিয় মডেল হল কালিনান এসইউভি। রাশিয়ার ধনীদের মধ্যে এই বিলাসবহুল গাড়ির বিক্রি ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অটো মেইল জানিয়েছে, এ বছর রাশিয়ায় ৫৯টি কালিনান এসইউভি গাড়ি বিক্রি হয়েছে।
রাশিয়ান ধনকুবেরদের কাছে দ্বিতীয় জনপ্রিয় গাড়ি হলো রোলস-রয়েসের স্পেক্টর মডেলটি। এ স্পেক্টর মডেলটি রোলস-রয়েসের প্রস্তুত করা প্রথম বৈদ্যুতিক গাড়ি। এটি বাজারে আসার পর রাশিয়াতেই মোট ২২টি স্পেক্টর মডেলের গাড়ি বিক্রি হয়েছে। এসব গাড়িগুলোর গড় মূল্য প্রায় ৯ লাখ ডলার। অটো মেইলের প্রতিবেদন অনুসারে আরও জানা যায়, রাশিয়ায় তৃতীয় জনপ্রিয় গাড়ি হলো রোলস-রয়েসের ঘোস্ট সেডান মডেলটি। এ গাড়িটির মূল্য প্রায় ৬ লাখ ডলার। ২০২৪ সালের প্রথম ৯ মাসে এই মডেলের মোট ১২টি গাড়ি বিক্রি হয়েছে।
তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রোলস—রয়েসেরই আরেকটি গাড়ি ফ্যান্টম লিমোজিন। জানুয়ারি থেকে এ গাড়ি বিক্রি হয়েছে ছয়টি। রাশিয়ায় এই বিশেষ লিমোজিনের প্রাথমিক মূল্য প্রায় ১০ লাখ ডলার।
রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব গাড়ির আমদানি কিন্তু থেমে নেই। সমান্তরাল আমদানি স্কিমের মাধ্যমে এসব বিলাসবহুল গাড়ি আমদানি করছে রাশিয়া। বিশেষত বেলারুশ থেকে গাড়িগুলো রাশিয়ায় পুনঃরপ্তানি করা হচ্ছে। ট্রেড ডেটা মনিটরের পরিসংখ্যান ও ফিনানশিয়াল টাইমসের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদারের পর বেলারুশে ইউরোপীয় ইউনিয়নের গাড়ি রপ্তানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের শুরুতেই এ রপ্তানি আয় ২৬৮ মিলিয়ন ডলারে পৌঁছেছিল। সূত্র: আরটি