রাবেয়া সিরাজ স্মৃতি কিশোর ফুটবল লিগের গ্রুপিং সম্পন্ন

চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (সিডিএফএ) আয়োজিত এলিট পেইন্ট-রাবেয়া সিরাজ স্মৃতি কিশোর ফুটবল লিগ-২০২১ (অনূর্ধ্ব-১৫) আসরে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের সাথে গত মঙ্গলবার রাতে সিডিএফএ কার্যালয়ে সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিডিএফএ’র সহ-সভাপতি নজরুল ইসলঅম লেদু, সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল, কোষাধ্যক্ষ মো. শাহজাহান, সদস্য মোহাম্মদ ইউসুফ, প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী, কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ইসহাক, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাতসহ দলের প্রতিনিধিরা।
তিন গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন এবং বেস্ট রানার্স আপসহ মোট ৪টি দল সেমিফাইনাল খেলকে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। সভায় লটারির মাধ্যমে গ্রুপিং নির্ধারণ করা হয়। ’এ’ গ্রুপে আলোর ঠিকানা, চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি (সাদা), ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব, মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি, ’বি’ গ্রুপে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব, হাটহাজারি উপজেলা ক্রীড়া সংস্থা, কিষোয়ান স্পোর্টস, রিজেন্সি স্পোর্টস, ’সি’ গ্রুপে সাউথ এন্ড ক্লাব, চান্দগাঁও স্পোর্টিং ক্লাব, আগ্রাবাদ নওজোয়ান (গ্রিন), আব্দুল সোবাহান ফুটবল দল অংশগ্রহণ করবে। আগামী ২০ জুন এ গ্রুপ, ২১ জুন বি গ্রুপ ও ২২ জুন সি গ্রুপের দলগুলোর বাছাই প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হবে। উল্লেখ্য, যাদের বয়স ৩০ জুন ২০০৬ এর পরে শুধুমাত্র তারাই বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে এবং খেলোয়াড় বাছাই কার্যক্রমের পূর্বে ১৯ জুনের মধ্যে সিডিএফএ কার্যালয় হতে খেলোয়াড় রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হযেছে। বিজ্ঞপ্তি