নিজস্ব ক্রীড়া প্রতিবেদক
সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগের রানার্সআপ খেতাব অর্জন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল ১১তম পর্বে নিজেদের শেষ খেলায় তারা ১২৪ রানের বিশাল ব্যবধানে রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে। এর সুবাদে বন্দর ক্রীড়া সমিতি ও মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের (লাল) পয়েন্ট সমান ২২ হয়। তবে এ দু’দলের হেড-টু হেডে জয়ী হওয়ায় রানার্সআপ হয়ে গেঝে বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। এর আগে দুই খেলা হাতে রেখেই আবাহনী লিমিটেড টানা দ্বিতীয় দফা শিরোপা নিশ্চিত করেছে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বন্দর ক্রীড়া সমিতি। ওপেনার অনিক সরকারের ১১৭ ও নাজিমউদ্দিন সাব্বিরের ৪৬ ও ইনজামামুল হকের ৪০ রানের উপর ভর করে ৪৮.৩ ওভারে ২৫৬ রানের মজবুত ইনিংস দাঁড় করায় সাবেক চ্যাম্পিয়নরা। অন্যদের মধ্যে কাদের রাসেল ১২, আবিরুজ্জামান আমিন ১০ রান যোগ করেন। ২০ রান আসে অতিরিক্ত থেকে। রাইজিং স্টারের সাদ্দাম ৪৫ রানে একাই ৬ উইকেট তুলে নিয়ে এবারের লিগে ব্যক্তিগত সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে রেকর্ড করেন। আকিবুল ৪১ রানে ৩ ও রাফসান ৩৮ রানে ১ উইকেট নেন। বিশাল রানকে তাড়া করতে গিয়ে রাইজিং স্টারের ইনিংস ৩৩.৪ ওভারে ১৩২ রানে গুটিয়ে যায়। ওপেনার আলভি সর্বোচ্চ ৩৭, মিঠুন ২৯, লাবিব কাদের ১০ রান করেন। বন্দরের সফল বোলার অনি ৩১ রানে ৩, ইফতেখার ২৬ ও রতন দাশ ১২ রানে ২টি করে এবং ইনজামামুল হক ১৮, আবির ২১ ও কাদের রাসেল ১ রানে ১টি করে উইকেট শিকার করেন।