রাত সাড়ে নয়টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নাহিদ

ফাইল ছবি।

সুপ্রভাত ডেস্ক »

দিনভর গোপালগঞ্জে পথসভা শেষ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা খুলনায় পৌঁছেছেন। সেখানকার সার্কিট হাউজে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উঠতে দেখা গেছে।

এদিকে বুধবার (১৬ জুলাই) রাত ৯টা ৩০ মিনিটে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ধারণা করা হচ্ছে, সমসাময়িক ঘটনার ওপর কথা বলবেন তিনি। এছাড়া ঘোষণা করতে পারেন পরবর্তী কর্মসূচি।

এর আগে, গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় সমাবেশে শেষে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। জেলার চৌরঙ্গী মোড়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই পাশ থেকে এসে হামলা চালায় ও ইট-পাটকেল ছোড়ে।

জানা গেছে, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সমাবেশ শেষে মঞ্চে আগুন ও চেয়ার ভাঙচুর করেছে হামলাকারীরা। পাশাপাশি অনেকগুলো তোরণেও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।