সুপ্রভাত ডেস্ক »
রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে টাইগার বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশী মদ জব্দ করেছে র্যাব। এসময় ৪ জনকে আটক করা হয়।
বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে অবৈধ ওই বারটিতে অভিযান চালায় র্যাব। এসময় পাঁচ তলা ভবনের তিনটি ফ্লোর থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ারের ক্যান জব্দ করা হয়। বেশিরভাগই ছিল বিদেশি মদ।
এদিকে, র্যাবের উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে গেলেও ম্যানেজার, ক্যাশিয়ারসহ চারজনকে আটক করা হয়েছে। অবৈধভাবে প্রতিষ্ঠানটি মদ বিক্রি করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় সংস্থাটি।
চার ঘণ্টার অভিযান শেষে র্যাব জানায়, দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই বারের কার্যক্রম চালিয়ে আসছিলো প্রতিষ্ঠানটি। এছাড়া, বিদেশি মদ আমদানিতে কাস্টমস ক্লিয়ারেন্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরেরও কোন কাগজ ছিলো না বলেও জানিয়েছেন কর্মকর্তারা।