সুপ্রভাত ডেস্ক »
রাঙামাটি সদরে এক ছাত্রলীগ নেতাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৭ বছর বয়সী জয় ত্রিপুরা ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক। তিনি রাঙামাটি শহরের দেবাশীষ নগর এলাকার প্রয়াত খোকনমনি ত্রিপুরার ছেলে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম জানান, জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জমিরউদ্দিনকে দেখতে বুধবার রাতে রাঙামাটি সদর হাসপাতালে গিয়েছিলেন জয়। সেখান থেকে বাড়ি ফেরার পথে খুন হন তিনি।
রাত আড়াইটার দিকে হাসপাতালের গেইটে ‘দুর্বৃত্তরা’ জয়কে ছুরি মারে জানিয়ে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, রাতে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক তরুণকে তারা পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই সময় হাসপাতালে থাকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামালউদ্দিন বলেন, ‘আমরা অসুস্থ জমীর ভাইকে নিয়ে চট্টগ্রামে যাওয়ার জন্য বের হয়ে বাসা থেকে কিছু কাগজপত্র আনার জন্য হাসপাতালের গেইটের কাছে অ্যাম্বুলেন্সে অপেক্ষা করছিলাম। তখনই হঠাৎ কিছু ছেলেপেলেকে হৈচৈ করতে দেখি এবং তারা কাউকে মারধর করছিল।