ফজলে এলাহী, রাঙামাটি »
আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে রাঙামাটির বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাঙামাটি সদর, কুতুকছড়ি, বেতবুনিয়ায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ব্রিটিশ প্রণীত ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনে এ অঞ্চলে বসবাসরত পাহাড়িদের প্রথাগত আইন, রীতি-নীতি ও ভূমি অধিকারের স্বীকৃতি রয়েছে। বাংলাদেশ সরকারের দায়িত্ব হচ্ছে এ আইনকে সুরক্ষা দেওয়া। কিন্তু সরকার তা না করে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সরকার। মূলত একটি বিশেষ স্বার্থান্বেষী মহল আইনটি অকার্যকর করতে সুপ্রীম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। যার মাধ্যমে তারা পার্বত্য চট্টগ্রামে রাজা, হেডম্যান ও কার্বারীর পদবী বিলুপ্তিসহ পাহাড়িদের প্রথাগত আইন, রীতি-নীতি ও ঐতিহ্য-সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাচ্ছে।
অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি রিমি চাকমা ও পিসিপি’র জেলা সভাপতি তনুময় চাকমা
সমাবেশ থেকে অবিলম্বে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধ করে আইনটি বলবৎ রাখার পদক্ষেপ গ্রহণ করা, পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতি, বাঙালিদের সমতলে পুনর্বাসন ও পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তির স্বার্থে পূর্ণস্বায়ত্ত্বশাসনের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
সমাবেশ চলাকালে প্রায় আধা ঘন্টা রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ ছিলো।
একই দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া বাজারে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে। দুপুর ১২.৩০ টা হতে ১:০০টা পর্যন্ত অনুষ্ঠিত এ অবস্থান ধর্মঘটের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নিকন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দয়া সোনা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালি উপজেলা শাখা সভাপতি থুইনুমং মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালি উপজেলা শাখার সভাপতি দীপায়ন চাকমা।
রাঙামাটির সাজেক পর্যটন সড়কে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সাজেকের মাচালঙে ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যৌথ উদ্যোগে এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।
এতে ইউপিডিএফ সংগঠক রিয়েল চাকমা সভাপতিত্বে ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি সভাপতি বীর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর বাঘাইছড়ি উপজেলা সভাপতি প্রকাশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি সুখী চাকমা, সাজেক মাচালং কারবারি ফুলেশ চাকমা, সাজেক মাচালং গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক মেহেন্দ্র ত্রিপুরা, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা ও ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক ডায়মন্ড চাকমা।