নিজস্ব প্রতিনিধি, রাউজান »
রাউজানে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার সকালে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেয়। নিহত যুবকের নাম সজল বড়ুয়া (২৮)। তিনি উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের মৃত নির্মল বড়ুয়ার পুত্র।
স্থানীয় লোকজন জানান, সজল বড়ুয়া অনেক বছর প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে দেশে চলে আসার পর আর যায়নি। পরে চট্টগ্রাম শহরে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত এক বছর ধরে তিনি ঘরে আছেন। সারাদিন মোবাইল, কম্পিউটার ও টেপ নিয়ে ব্যস্ত থাকতো। ধারণা করা হচ্ছে তিনি গেমসে আসক্ত ছিলেন।
নিহতের ছোট ভাই সজীব বড়ুয়া জানান, তার বড় ভাই সজল বড়ুয়া ইতালি বা ফ্রান্সে যাওয়ার জন্য ভারতে ভিসা প্রসেসিং করতে যান। সেখানে তার ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি। এছাড়া সজলের জন্য কিছু টাকা ঋণগ্রস্ত হন তার পরিবার।
তিনি আরও জানান, রাতে একসাথে সবাই মিলে প্রতিদিনের মতো খাওয়ার খেয়েছিল। পরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি নিশ্চিত করা যায়নি।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।


















































