চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মঙ্গলবার (১৪ নভেম্বর) চ.উ.ক কাজীর দেউড়ি কাঁচাবাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে মেয়র এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘রমজান শুধু একটি ধর্মীয় মাস নয়, এটি সামাজিক সংহতি এবং সহযোগিতারও সময়। তাই এই সময়ে অযৌক্তিক মুনাফা করা বা পণ্য মজুত করে সংকট সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীদের উচিত ভোক্তাদের স্বার্থ রক্ষা করে ব্যবসায় নীতি অনুসরণ করা। চট্টগ্রামের বাজারগুলোতে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে চসিক পদক্ষেপ নেবে। বাজারে খাদ্য পণ্য পর্যাপ্ত পরিমাণে সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন এবং ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আপনারা মানুষের কল্যাণে কাজ করবেন, সেটাই প্রত্যাশা। রমজানে কোনো মানুষ যেন অযৌক্তিক দামের কারণে ভোগান্তিতে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।’
সমিতির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ছালামত আলী।
অন্যান্যের আরো উপস্থিত ছিলেন মো. ফারুক শিবলী, মোজাম্মেল হক, আনসারুল্লাহ নিয়ামি, মাসুদ করিম, ছঅলামত আলী, সাজেদুল আলম মিল্টন, মোহাম্মদ আবু ফয়েজ, ইয়াছিন চৌধুরী লিটন, চৌধুরী আবু হেনা মঞ্জু, কামরুল ইসলাম, নুরুল ইসলাম সওদাগর, শফিক আহমেদ, ইলিয়াছ, ইসহাক,মো. জমির, ইলিয়াছ চৌধুরী লিটন,আরফান উদ্দিন টিটু, আবু নাছের, মোঃ ইদ্রিস সহ চ.উ.ক কাজীর দেউরী কাঁচাবাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে সমিতির নেতৃবৃন্দ সিটি মেয়র বরবরে বাজার এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বিজ্ঞপ্তি