সুপ্রভাত ডেস্ক :
যৌনদৃশ্যে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। এর আগে অনেক সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে তাকে। কিন্তু এই মুহূর্তে করোনা সংক্রমনের জন্য তিনি এমন দৃশ্যে অভিনয় করবেন না বলে জানিয়েছেন।
করোনা ভাইরাস মহামারির জন্য অনেক দিন ধরে বন্ধ ছিল সিনেমার শুটিং। অবশেষে করোনা নির্দেশিকা মেনে শুটিংয়ের অনুমতি দেয়া হয়েছে। অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই চলছে কাজ।
এক সাক্ষাৎকারে ভূমি জানিয়েছেন, ‘করোনা মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু অভিনয়ের শুটিংয়ে এই সামাজিক দূরত্ব বজায় রাখা বেশ কঠিন কাজ। কারণ শ্যুটিংস্পটে একসঙ্গে অনেকে মিলে কাজটা করেন।’
তিনি বলেন. ‘শুটিংয়ের সময় অভিনেতাদের মাস্ক পড়ে থাকার কোন উপায় নেই। তাই আপাতত কিছুদিন যৌনদৃশ্য থেকে দূরে থাকা উচিত। আমার মনে হয় এর জন্য ছবির চিত্রনাট্য বদলানো দরকার। আমাদের অনেক সতর্ক থাকতে হবে।’
খবর : ঢাকাটাইমস’র।
বিনোদন