সুপ্রভাত ডেস্ক »
কোষ্ঠকাঠিন্যের সমস্যা? এর থেকে অস্বস্তির বোধ হয় আর কিছুই নেই। চিকিৎসকের মতে, কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ ক্ষমতা-সহ পুরো শরীরকে দুর্বল করে দিতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, অনিয়মিত মলত্যাগ স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। মানসিক সমস্যা তৈরি করতে পারে। লাইফস্টাইল থেরাপিস্টের মতে, নিয়মিত যোগাভ্যাসে এই সমস্যার সমাধান হতে পারে অনেকটাই। শুধুমাত্র শরীর সুস্থ ও নমনীয় রাখতে নয়, রোগ থেকে দূরে থাকতেও যোগের গুণ অনেক। কোষ্ঠকাঠিন্যের জন্য মলাসন ও পবনমুক্ত আসন উপকারী। এই আসনগুলি আপনার অন্ত্রের মধ্যে জমে থাকা খাদ্য এবং বর্জ্যের চলাচলকে উদ্দীপিত করতে সহায়তা করতে পারে।
কোষ্ঠকাঠিন্য কেন হয়?
১. ডায়েটে অপর্যাপ্ত ফাইবার থাকলে কোষ্ঠকাঠিন্যের প্রবণতা বাড়ে। ২. অনিয়মিত ও অপর্যাপ্ত জীবনধারার কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। ৩. স্ট্রেস, উদ্বেগ এবং বিষণ্নতা অন্ত্রের গতিশীলতাকে প্রভাবিত করতে পারে।
৪. কিছু ওষুধ যেমন ওপিওডস, অ্যান্টিডিপ্রেসেন্টস এবং আয়রন সাপ্লিমেন্ট- এসবের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই সমস্যা হতে পারে। ৫. এছাড়া, শরীরের ক্রনিক অবস্থা যেমন ইরিটেবল বাওয়েল সিনড্রোম, ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম এবং কিছু স্নায়বিক ব্যাধি পাচনতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। নিয়মিত যোগাভ্যাসের ঘুম ভাল হবে। ফলে হজম উন্নত হবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে অনায়াসেই রেহাই পাবেন আপনি। সূত্র: আজকাল