জেলা রোভারের বেসিক কোর্সের মহা তাবুজলসা
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভারের আয়োজনে ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাবুজলসা অনুষ্ঠান কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
কোর্স লিডার স্কাউটার মো. রুহুল আমিন খাঁন এলটির সভাপতিত্বে মহা তাবুজলসায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান।
প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। জেলা রোভারের সম্পাদক অধ্যাপক এ জেড এম বোরহান উদ্দীন এএলটির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা, এ জে চৌধুরী কলেজ অধ্যক্ষ মো. জসিম উদ্দীন, জেলা রোভারের গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি অধ্যক্ষ মো. আবু তৈয়ব, অধ্যক্ষ হোসাইন আহমদ, জেলা রোভারের সহকারী কমিশনার অধ্যাপক মো. ফজলুল কাদের চৌধুরী, জেলা রোভারের ডিআরএসএল স্কাউটার মোহাম্মদ এনাম।
জেলা প্রশাসক বলেন স্কাউটিং হচ্ছে বিশ্বব্যাপী একটি স্বেচ্ছাসেবী শিক্ষামূলক আন্দোলন। স্কাউটিং যুব সমাজকে সুনাগরিক ও নৈতিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধান স্কাউট ব্যক্তিত্ব বলেন, স্কাউটিং চট্টগ্রাম জেলা রোভারে যে গতি এনেছে সে গতিকে ধরে রাখতে হবে। সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম রোভারিং কার্যক্রম শতভাগ বাস্তবায়নে দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা রোভারের সহকারী কমিশনার অধ্যাপক আবদুল হান্নান শিকদার, অধ্যাপক মো. নোমান, অধ্যাপক ফজিলাতুন্নিছা ডলি, অধ্যাপক নাজনীন সুলতানা, স্কাউটার ধনলাল মুহুরি, এস এম ফারুক উদ্দীন এএলটি, সাংবাদিক মোর্শেদুর রহমান নয়ন প্রমুখ।পরে রোভারদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি