প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেজ সংকটে পরা যুবলীগকে নতুন করে ঢেলে সাজাচ্ছেন। যাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ ছিল নেত্রী তাদের সরিয়ে দিয়েছেন। পদ-পদবী ব্যবহার করে যারা অপকর্মে লিপ্ত তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। যুবলীগের ইমেজ নষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সৎ মেধাবী, ত্যাগী-পরিক্ষিত এবং পরিচ্ছন্ন নেতাকর্মীদের যুবলীগে সমাবেত করা হবে। তাই পরিচ্ছন্ন ইমেজে যুবলীগকে গড়ে তুলতে হবে।’
নগরীর স্টেশন রোড সৈকত কনভেনশন হলে নগর যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ কথা কলেন।
নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সভাপতিত্বে ও মাহবুবুল হক সুমনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, লোকমান হাকিম, বেলায়েত হোসেন বেলাল, মাহাবুব আলম আজাদ, রেজাউল করিম কায়সার, নেছার আহমেদ, আব্দুল আউয়াল, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মোজাম্মেল হোসেন নান্টু, তারেক সোলতান, আব্দুল হাই, মাহবুবুর রহমান মাহফুজ, সাজ্জাদ আলি বাহাদুর, ইমরান ফারুক, কাজী রাজিশ ইমরান, কাজল প্রিয় বড়–য়া, মুজিবুর রহমান মুজিব, শাকিল হারুন, আলাউদ্দিন আলো, হোসেন সরওয়ার্দী, নগর যুবলীগের সাবেক সম্পাদকম-লীর সদস্য বখতেয়ার ফারুক, সাহেদুল ইসলাম শাহেদ, ওয়ার্ড যুবলীগ সভাপতি, সম্পাদকদের মধ্যে মোহাম্মদ ইকবাল, মঈনুল ইসলাম, শাহিন সরওয়ার, হারুন অর রশীদ আলম, মোহাম্মদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা আরও বলেন, তরুণ মুজিবুর রহমান দীর্ঘ তেইশ বছর সংগ্রাম করে বাঙালি জাতির মহানায়কে পরিণত হয়ে এ জাতিকে স্বাধীন করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিয়ে বিশ্ববাসীর কাছে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। যুবলীগ সরকারের উন্নয়ন কাজের ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও দৃষ্টহীনদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন। বিজ্ঞপ্তি