জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত জাতীয় যুব জোট এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকাল ৪টায় জাতীয় যুব জোট নগর শাখার উদ্যোগে আলোচনা সভা চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে যুব জোট নগর শাখার সভাপতি এস এম মঈনুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তৈয়বুর রহমান। প্রধান বক্তা ছিলেন জাসদ নগর যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক জোট নেতা হাসান শহীদ রানা।
সভায় প্রধান অতিথি তৈয়বুর রহমান বলেন, মুক্তির সংগ্রাম, মুক্তিযুদ্ধ, এবং জাতীয় পতাকার ইতিহাসের সাথে জড়িয়ে আছে জাসদের নাম। শোষণমুক্ত সমাজ গড়ার সংগ্রামে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
বক্তাগণ বলেন, যুবরা লড়েছিল বলেই এদেশ থেকে ব্রিটিশ পালিয়েছে, ৭১’র মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, ৯০’র স্বৈরাচারের পতন ঘটেছে। তাই যুবকদের কর্মশক্তিকে কাজে লাগাতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব জোট নগর সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম আগ্রাবাদী, যুব জোট নেতা মো. ওয়াজিউল্লাহ সাহাবউদ্দিন, মো. আরিফ, মো. রাকিব প্রমুখ। বিজ্ঞপ্তি
যুবকদের কর্মশক্তিকে কাজে লাগাতে হবে
যুব জোটের সভায় বক্তারা