যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকাগামী দুবাই ফ্লাইটের শাহআমানতে অবতরণ

নিজস্ব প্রতিবেদক

যান্ত্রিক ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বাংলাদেশ বিমানের দুবাই থেকে চট্টগ্রামে অবতরনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রায় ২১ মিনিটের মাথায় পুনরায় শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অতরণ করে।

পরে বিমান কর্তৃপক্ষ সকাল ১০-৫০ মিনিটে অপর একটি ফ্লাইটে (বিজি-১২২) ঢাকাগামী যাত্রীদের পাঠানোর ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সকাল ৭:১৫ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট (বিজি- ১৪৮) ২৮৭ জন যাত্রীসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এটি সকাল ৮:৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে বিমানবন্দর ছেড়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সকাল ৮:৫৮ মিনিটে পুনরায় চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে।

যাত্রীদের নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান নেয় বলে জানিয়েছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি বলেন, সকাল ১০:৫০ মিনিটে সকল যাত্রীকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে (বিজি-১২২) করে ঢাকার ঢাকায় পাঠনোর ব্যবস্থা নেওয়া হয়েছে।