২০০ পুলিশ মোতায়েন
সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মরদেহ চুরি হতে পারে, এই আশঙ্কায় তার সমাধি পাহারা দেওয়ার জন্য ২০০ সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।
আর্জেন্টিনার বুয়েনস আয়ারসের উপশহরে সমাধিস্থল ভেলা ভিস্তায় মা-বাবার পাশেই ম্যারাডোনাকে সমাধিস্থ করা হয়েছে।
গত ২৫ নভেম্বর তিনি মারা যান। খবর বাংলানিউজের।
আর্জেন্টিনার অভ্যন্তরীণ নিরাপত্তা কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান।
কর্তৃপক্ষের আশঙ্কা, অন্ধ সমর্থকরা ম্যারাডোনার সমাধি ভেঙে ফেলতে পারে। প্রিয় তারকাকে স্মৃতিচিহ্ন হিসেবে নিজের কাছে মমি করে রাখতে চুরি করতে পারে তার মরদেহ কিংবা দেহের কোনো অংশবিশেষ। এ কারণে কঠোর পাহারা বসানো হয়েছে।
১৯৮৭ সালে আর্জেন্টিনার জনপ্রিয় প্রেসিডেন্ট হুয়ান পেরনের সমাধি ভেঙে তার মরদেহ চুরি করেছিল কিছু অন্ধ ভক্ত। সেই অভিজ্ঞতা থেকেই এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ছে আর্জেন্টাইন পুলিশ।