মোদী-ইউনূস ফোনালাপ

ভারতের প্রধানমন্ত্রী টুইটার পোস্ট।

সুপ্রভাত ডেস্ক »

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরস্পরের সাথে টেলিফোনে কথা বলেছেন।

কিছুক্ষণ আগে ভারতের প্রধানমন্ত্রী এক টুইটার পোস্টে জানিয়েছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কাছে থেকে টেলিফোন কল পেয়েছেন তিনি। খবর বিবিসি বাংলার।

নরেন্দ্র মোদী লিখেছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেছেন তারা।

“ভারতের পক্ষ থেকে শান্তিপূর্ণ, স্থিতিশীল, প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছি। তিনি (অধ্যাপক ইউনুস) হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সকল সংখ্যালঘুর সুরক্ষা ও নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দিয়েছেন,” উল্লেখ করা হয়েছে টুইটার পোস্টে।

এর আগে গত আটই আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারবিহীন অবস্থা এবং পুলিশের নিষ্ক্রিয়তার কারণে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা দেয়।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী পরবর্তী তিন দিনে অন্তত ২৯ টি জেলায় হিন্দুদের বাড়ি-ঘর, উপসনালয়ের ওপর হামলার ঘটনা ঘটে।

ওই কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু নির্যাতনের প্রচুর ভুয়া তথ্যও ছড়ায়।

ভারতের কোনো কোনো গণমাধ্যমে এমন কিছু ভুয়া তথ্য খবর হিসেবে প্রকাশিতও হয়।

এর সাথে পাল্লা দিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গণেও এ ব্যাপারে আলাপ-আলোচনা বাড়তে থাকে।

এছাড়া, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেয়ায় দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়।

এমন প্রেক্ষাপটেই দুই সরকার প্রধানের ফোনালাপের খবর জানা গেল।