সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মে মাসে শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে। এমনটাই নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আকরাম খান বলেন, তিনটি ওয়ানডে খেলতে মে মাসে শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসবে। তিন ম্যাচের সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যেতে পারে টাইগাররা। গত জুলাইয়ে নির্ধারিত সিরিজটি করোনার কারণে স্থগিত হয়ে যায়। তবে সিরিজটি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই বোর্ড।
আকরাম বলেন, সূচি চাড়ান্ত না হলেও আমরা যাচ্ছি- এটা চূড়ান্ত। আমরা আগে কিংবা পরেও শ্রীলঙ্কা যেতে পারি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষে চলতি মাসের শেষ দিকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। এরপর লঙ্কা সফর। আবার লঙ্কানদের আতিথেয়তা দেয়ার পর জিম্বাবুয়ে সফর থাকায় টাইগারদের সামনে রয়েছে ব্যস্ত সূচি।
তবে জিম্বাবুয়ে সফরের বিষয়ে এখনো দ্বিধান্বিত বিসিবি। আকরাম খান বলেন, জিম্বাবুয়ে সফর এখনো চূড়ান্ত নয়। কিছু দিনের মধ্যেই আমরা চূড়ান্ত করব। দুই বোর্ডেরই সময়ের বিষয় আছে। আবার আমাদের খেলোয়াড়দের বিশ্রামেরও একটা বিষয় আছে। জৈব সুরক্ষা বলয় খেলোয়াড়দের জন্য একটা বড় চাপ। বিষয়টি আমাদের মাথায় আছে। সবকিছু বিবেচনায় নিয়েই আমরা সফর নিয়ে আলোচনা করছি। খবর : ডেইলিবাংলাদেশ’র।
খেলা


















































